বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজি গিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার হাতে তখন খুব বেশি প্রস্তাব ছিল না। ম্যানসিটি ২০২০ সালে তাকে দলে নিতে চেয়েছিল। পরের বছর তারা লড়াইয়ে ছিল না। চেলসি লিওকে দলে ভেড়ানোর বিষয়ে খোঁজ খবর রাখলেও কথা-বার্তা এগিয়ে নিতে পারেনি।
এবার আবার দলবদলের বাজারে আলোচনায় মেসি। পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে তার। ওই জুনেই তিনি পা দেবেন ৩৬ বছর বয়সে। এরপরও তাকে দলে নেওয়ার লড়াইয়ে আছে বেশ কিছু ক্লাব।
পিএসজি: লিওনেল মেসির সঙ্গ চুক্তি নবায়ন করতে চায় পিএসজি। দুই পক্ষের মধ্যে এখনও আলোচনা চলছে। সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ানকে পিএসজির একজন বলেছেন, বিবৃতি দেওয়ার মতো পর্যায়ে তারা এখনও নেই। তবে চুক্তির বিষয়ে আলোচনা চলছে। তারা চান মেসি পার্ক দেস প্রিন্সেসে থাকুন।
সৌদি প্রো লিগ: সংবাদ মাধ্যম গোল
বুধবার দাবি করেছে, সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল
হিলাল মেসিকে দলে নেওয়ার জন্য বছরে ৪০০ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে ৪ হাজার
কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছে। যা আল নাসরের রোনালদোর ডাবল।
বার্সেলোনা: অনেক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেনি। ‘নেগরেইরা কেলেঙ্কারি’ ক্লাবকে আরও বড় সংকটে ফেলে দিতে পারে। এর মধ্যেও বার্সা মেসির বিষয়ে খোঁচ রাখছে। সংবাদ মাধ্যম দাবি করেছে, আগামী সপ্তাহে দুই পক্ষ আলোচনায় বসবে। তাকে ঘরে ফেরাতে ক্লাব নতুন স্পন্সর খোঁজার কথা জানিয়েছে।

0 Comments